প্রকাশ হলো সালমার গানে সুজানার ভিডিও
প্রকাশ: ২০১৬-০৫-০২ ১৪:২৭:০৭
সুজানা জাফর দেশের নন্দিত মডেল ও অভিনেত্রীদের একজন। মোহনীয় হাসি আর সাবলীল অভিনয় দিয়ে তিনি দেড় যুগ ধরে মুগ্ধ করে রেখেছেন ছোট পর্দার দর্শকদের।
মাঝে মধ্যেই তাকে দেখা যায় জনপ্রিয় সংগীতশিল্পীদের গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে হাজির হতে। সর্বশেষ সুজানা কাজ করেছিলেন ক্লোজআপ তারকা সালমার নতুন একটি গানের ভিডিওতে। সম্পতি এটি ইউটিবসহ নানা সামাজিক মাধ্যমগুলোতে প্রকাশ পেয়েছে। বেশ কিছু টেলিভিশনের হচ্ছে প্রচার।
‘আমার মনের ছোট্ট ঘরে বৃষ্টি ভাইঙ্গা পড়ে’ শিরোনামে গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। আহমেদ রাজিবের সুরে গানটির সংগীতায়োজন করেছেন মাসুম। আর মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। বৈশাখের প্রথম দিকে মুক্তির কথা থাকলেও গেল শনিবার, ৩০ এপ্রিল প্রকাশিত হলো মিউজিক ভিডিওটি।
পুরো মিউজিক ভিডিওতে গ্রাম বাংলার চিরায়ত নারীর আবেদনময়ী রূপে দেখা মিলবে সুজানার। তার সঙ্গে আরো মডেল হয়েছেন রানা ও সংগীতশিল্পী সালমা। এই ভিডিওটি সংগীতাঙ্গনের পালে নতুন হাওয়া দিবে বলেই মানছেন সালমা-সুজানার ভ্ক্তরা।