ভাড়া কমানোর প্রস্তাব বিআরটিএর
প্রকাশ: ২০১৬-০৫-০২ ১৪:৩৯:২০
বিভিন্ন গণপরিবহনে কিলোমিটারপ্রতি (কিমি) ভাড়া ৩ পয়সা কমানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সোমবার দুপুরে রাজধানীর এলেনবাড়িতে বিআরটিএ ভবনে ভাড়া বিশ্লেষণ কমিটির বৈঠক শেষে বিআরটিএর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
নজরুল ইসলাম বলেন, ‘আমাদের এই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর পরে তাদের সিদ্ধান্ত অনুযায়ী খুব তাড়াতাড়ি বাসের নতুন ভাড়া কার্যকর করা হবে।’
তিনি বলেন, ‘আমরা কিলোমিটারে ৩ পয়সা ভাড়া কমানোর প্রস্তাব করলেও বাস মালিকপক্ষ প্রস্তাব করেছে কিলোমিটারপ্রতি দুই পয়সা কমানোর।’
উল্লেখ্য, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ২০১৩ সালে দূরপাল্লার রুটে ভাড়া বাড়ানো হয়। সে সময় কিলোমিটারপ্রতি ভাড়া নির্ধারণ করা হয় ১ টাকা ৪৫ পয়সা। বিআরটিএ সূত্র জানায়, নতুন হিসাবে তা কমে দাঁড়াতে পারে ১ টাকা ৪২ পয়সা।