রাবি শিক্ষক হত্যার বিচারের দাবিতে ইবি শিক্ষকদের কর্মবিরতি পালন

প্রকাশ: ২০১৬-০৫-০২ ১৮:৫৬:৫৫


IU PICরাজশাহী বিশ্ববিদ্যলয়ের ইংরেজী বিভাগের শ্ক্ষিক প্রফেসর ড: এ এফ এম রেজাউল করিম হত্যার বিচারের দাবিতে কর্মবিরতি ও আবস্থান ধর্মঘট পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ সোমবার বেলা ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডানেশনের পূর্ব ঘোষিত কর্মসূচি আনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক প্রফেসর ড: এ এফ এম রেজাউল করিমকে হত্যার বিচারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ কর্মবিরতি ও সমাবেশ করে।

শিক্ষক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক প্রফেসর ড: মোস্তাফিজুর রহমানের উপস্থাপনায় সামাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড: এমতাজ হোসেন, ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড: হারুন অর রশিদ আশকারী, ইংরেজী বিভাগের সভাপতি প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু , আরবী বিভাগের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

এ সময় বক্তারা রাজশাহী বিশ্ববিদ্যলয়ের ইংরেজী বিভাগের শিক্ষক প্রফেসর ড: এ এফ এম রেজাউল করিম হত্যার তীব্র নিন্দা জনান পাশাপাশি সরকারের কাছে এ নারকীয় হত্যার সুষ্ঠ বিচারের দাবি জানান।

সানবিডি/ঢাকা/তারিকুল/আহো