রাবিতে অধ্যাপক রেজাউল স্মরণে শোকসভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৬-০৫-০২ ১৯:১৩:১৫


DSC_0346রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ও বাগমারা উপজেলার কৃতী সন্তান ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিকেল ৫টায় বাগমারা উপজেলা শিক্ষা উন্নয়ন সমিতির আয়োজনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

বাগমারা উপজেলা শিক্ষা উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় শোকসভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: খাইরুল ইসলাম।

শোকসভায় বক্তারা বলেন, আমরা চাই এ হত্যাকাণ্ডই হোক শেষ হত্যাকাণ্ড। আর যেন সংস্কৃতিবান ও মানবমুক্তির ব্যক্তির মৃত্যু না হয়। আজ আমাদের এ ধরনের সন্ত্রাসবাদ মোকাবেলায় এগিয়ে আসতে হবে। কেন একটা পরিবারকে বছরের পর বছর বিচারের আাশায় যুদ্ধ করতে হবে। কেন প্রশাসন আজ র্নিলিপ্ত দৃশ্যমান অগ্রগতি অর্জনে। কি দরকার এমন প্রশাসন ব্যবস্থার ? যে প্রশাসন সোচ্চার না হলে সজাগ হয় না।

শোকসভায় উপস্থিত ছিলেন অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর স্ত্রী, মেয়ে ও ছেলে। এছাড়া আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. আনন্দ কুমার সাহা, বাংলা বিভাগের অধ্যাপক পি এম সফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের সভাপতি এ এফ এম মাসউদ আখতার , অধ্যাপক শহীদুর রহমান, ছাত্র উপদেষ্টা মো. মিজানুর রহমান, আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান ও ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক রকীব আহমদ প্রমূখ।

সানবিডি/ঢাকা/হৃদয়/আহো