যমুনা সার কারখানায় আবার উৎপাদন শুরু
প্রকাশ: ২০১৬-০৫-০২ ২০:৫৪:৪৫
দৈনিক ১৭শ মে.টন ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের তারাকান্দি যমুনা সার কারখানার যান্ত্রিক ত্রুটির কারণে তিনদিন বন্ধ থাকার পর আবারো উৎপাদন শুরু করেছে।
যান্ত্রিক ত্রুটির কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে যমুনা সার কারখানা কর্তৃপক্ষ কারখানার উদৎপাদন বন্ধ করে দিয়েছিলো।
যমুনা সার কারখানার জিএম (অপারেশন) মাহবুবা সুলতানা জানান, দেশের বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার রিয়াক্টার বাল্বের আউটলেটে লিকেজ দেখা দেওয়ায় কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছিলো।
সোমবার ভোর ৪টার দিকে যমুনা সার কারখানার ত্রুটি মেরামত করে কারখানার উৎপাদন শুরু করা হলেও আবারো সমস্যা দেখা দিলে তা বন্ধ করে দেওয়া হয় এবং সন্ধ্যা ৭টার দিকে পুনরায় কারখানার উদৎপাদন শুরু করা হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো