নোবিপ্রবির শিক্ষার পরিবেশ গ্রাস করছে মাদকের কালো ধোয়া
প্রকাশ: ২০১৬-০৫-০৩ ১১:১৬:০৮
একটি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা প্রত্যেক শিক্ষার্থী এবং তার পরিবারের স্বপ্ন থাকে, শিক্ষাজীবন শেষে সমাজের কোন সম্মানের স্থানে পদার্পণ করা। কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনে প্রত্যেককেই কোন না কোন প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। তেমনি এক প্রতিকূলতা বা অভিশাপের নাম মাদক। যা শিক্ষা জীবনকে তো বাধাগ্রস্ত করেই, শিক্ষাজীবন শেষেও পিছু ছাড়ে না।
‘প্রথমে শুধু কৌতূহলের ছলেই সিগারেট দিয়ে হাতে খড়ি। এরপর বন্ধুদের আড্ডায়, নান অনুষ্ঠানে অল্প অল্প নানা রকম মাদক গ্রহণ করতাম। কিন্তু এখন এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছি, নিয়মিত মাদক সেবন না করে থকতে পারি না। ইচ্ছা থাকা স্বত্বেও এই অভিশপ্ত জীবন থেকে বেরোতে পারছি না’- নিজের মাদকাসক্ত জীবনকে অভিসম্পাত করে হতাশা প্রকাশ করছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনি(ছদ্মনাম)।
দিনকে দিন মাদকের কালো ধোয়া গ্রাস করছে নোবিপ্রবির শিক্ষার পরিবেশ। মাদক ক্রমেই সহজলভ্য হয়ে উঠছে নোবিপ্রবির সবুজ শ্যামল ক্যাম্পাসে।
সম্প্রতি ক্যাম্পাসের আশে পাশের এলাকা থেকে অবাধে প্রবেশ করছে গাজা, ইয়াবা, হেরোইন, দেশি-বিদেশী মদের মত জীবন নাশক মাদক। শিক্ষার পরিবেশ ব্যাহতের পাশাপাশি ঘটছে নৈতিক অবক্ষয়ও।
আবাসিক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্র হলে অবাধে চলে মাদক সেবন। পাশাপাশি বাইরের মেসগুলিতেও সমান হারে চলে মাদকের আড্ডা। মাদকের টাকা জোগাড় করতে অনেককেই দেখা যায় সেমিস্টার ফির টাকা সহ, পড়ালেখার অন্যান্য খরচের টাকাও ব্যয় করে মাদকের পেছনে। ফলে তারা আরো হতাসাগ্রস্ত হয়ে আরো বেশি মাদকের প্রতি ঝুঁকে পরে।
বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার কারণে, আধিপত্য বিস্তার নিয়ে চলে গ্রুপিং। নিজেদের দল ভারি করার কৌশল হিসেবে অনেকেই প্রধান অস্ত্র হিসেবে ব্যাবহার করে মাদককে।
এছাড়া কৌতূহল, শিক্ষাজীবন নিয়ে হতাশা সহ নানা কারণে মাদক সেবনে জড়িয়ে পরছে অনেক শিক্ষার্থী। শিক্ষার্থীদের মাদকাসক্তের কারণ এবং এর থেকে প্রতিকারের উপায় সম্পর্কে জানতে চাইলে মুন্নু মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা আব্দুল ওয়াহাব মিনার সানবিডি২৪ কে বলেন “মাদকের সহজলভ্যাতা, পেশাগত ও শিক্ষাগত অনিশ্চয়তা, পারিবারিক সমস্যা, অসৎ সঙ্গ, মাদকের প্রতি কৌতুহলতা ই শিক্ষার্থীদের মাদক গ্রহণের অন্যতম কারণ।” তিনি আরো বলেন “সরকারের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া মাদক থেকে যুব সমাজকে রক্ষা করা সম্ভব নয়। তাছাড়া শিশু বয়স থেকেই পারিবারিক ও সামাজিক সচেতনতাই মাদকের বিস্তার রোধ করতে পারে”।
সানবিডি/ঢাকা/সাদী/এসএস