পাটুরিয়ায় ট্রলারডুবি : এক শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশ: ২০১৬-০৫-০৩ ১১:৪৯:৩৭


Tralar.Dubiপাটুরিয়ায় ট্রলারডুবিতে নিখোঁজের দুইদিন পর কুদ্দুস প্রামাণিক (৫৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ফেরি ঘাটের ৩ নম্বর পন্টুনের কাছ থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। কুদ্দুস প্রামাণিক পাবনা সদর উপজেলার চরতারাপুর গ্রামের আহমদ প্রামাণিকের ছেলে। ট্রলার ডুবিতে রহিস প্রামাণিক (৫০) নামে আরো এক শ্রমিক নিখোঁজ রয়েছেন।

পাটুরিয়া ফেরি ঘাটে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহমুদ আলম সিদ্দিকী জানান, গত রোববার ওই এলাকায় ঝড়ের কবলে ট্রলারটি ডুবে যায়। এতে কুদ্দুস ও রহিস নামে দুই শ্রমিক নিখোঁজ হন।

সানবিডি/ঢাকা/এসএস