‘সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারীকে প্রযুক্তিশীল হতে হবে’
আপডেট: ২০১৬-০৫-০৩ ১৮:০৭:১৯
দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে তথ্য প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করতে না পারলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হতে পারবে না বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
মঙ্গলবার রাজধানীর বেইল রোডে জাতীয় মহিলা সংস্থার বেগম ফজিলাতুন্নেছা মুজিব অডিটরিয়ামে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ (৬৪ জেলা) প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন।
মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি বলেন, ভিশন ২১ বাস্তবায়নে চলমান উন্নয়ন ধারায় নারীকে সমৃদ্ধ হতে হবে এবং নারীদের তথ্য প্রযুক্তি জ্ঞান বৃদ্ধি করার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন রকমের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এক্ষেত্রে সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপগুলোর মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণায়লের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা) অন্যতম ভূমিকা পালন করছে। প্রায় ৫৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি জুলাই ২০১৩ থেকে জুন ২০১৮ সাল মেয়াদে পাঁচ বছরে বাস্তবায়িত হবে। ৬৪টি জেলায় ২৮০৭০ জন শিক্ষিত বেকার মহিলাদের প্রশিক্ষণ প্রদান করা হবে। কারিগরি শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী কম্পিউটার অফিস এপ্লিকেশন বিষয়ে ছয় মাস মেয়াদী প্রশিক্ষণ পরিচালিত হয়। প্রতিবছর জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দুটি ব্যাচে ৪৬ জন করে প্রশিক্ষণার্থী ভর্তি হয়। সর্বনি¤œ এস. এস. সি পাস ৩০ বছর পর্যন্ত বেকার মহিলা এ কোর্সে ভর্তি হতে পারেন। কোর্স ফি মাত্র ১০০০/- টাকা। ইতোমধ্যে ৬৪ টি জেলায় ১০২৭৫ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ইতোমধ্যে ৬৪ জেলায় প্রশিক্ষণ সমাপ্তকারী মহিলাদের মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত সনদপত্র বিতরণ করা হয়েছে।
জাতয়ি মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম এ্যাডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি এবং জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ (৬৪ জেলা) প্রকল্পের প্রকল্প পরিচালক কবি মোঃ ফয়সাল শাহ প্রমূখ।
সানবিডি/ঢাকা/এসএস