টমেটো ক্ষেতে কি করছেন সালমান-আনুশকা! (ভিডিও)

প্রকাশ: ২০১৬-০৫-০৪ ১৪:৫৪:৩৯


Salman Anuskaবলিউড সুপাস্টার সালমান খান ও অানুশকা শর্মা এখন ব্যস্ত আছেন ‘সুলতান’ সিনেমার কাজ নিয়ে। এই মুহূর্তে পাঞ্জাবে ‘সুলতান’ ছবির শুটিং চলছে। শুটিংয়ের পাশাপাশি পাঞ্জাবে ঘুরে বেড়াচ্ছেন সালমান-আনুশকা। তেমনই একটি চিত্র ধরা পড়লো গতকাল।

পাঞ্জাবের অর্গানিক টমেটো ক্ষেতে বেড়াতে গেলেন সালমান-আনুশকা। সময়টি বেশ উপভোগ করলেন দুজনে। এমনকি ক্ষেত থেকে তুলে টমেটো খেলেন তারা। আর সেই সময়টিও ভিডিও করলেন ছবির পরিচালক আলী আব্বাস জাফর। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সেটি আপলোড করেন নির্মাতা।

এই ভিডিওতে সালমান ও আনুশকাকে নতুরভাবে দেখছে ভক্তরা। ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে।

‘সুলতান’ ছবিতে একজন কুস্তীগিরের চরিত্রে হাজির হবেন সালমান খান। একই অবতারে দেখা যাবে অভিনেত্রী আনুশকাকেও। ছবিটি মুক্তি পাবে আগামী ঈদে।