রাবি অধ্যাপক হত্যার প্রতিবাদে প্রদীপ প্রজ্জ্বলন
প্রকাশ: ২০১৬-০৫-০৪ ১৮:০৩:৩১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে এ প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু ও ইংরেজি বিভাগের সভাপতি মাসউদ আখতারসহ বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু বলেন, আমরা প্রদীপের আলো দিয়ে সমাজের সকল অন্ধকার দূর করতে চাই। এটি প্রতীকী প্রতিবাদ কর্মসূচি হলেও, এটাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখার জন্য প্রশাসনের নিকট আহ্বান জানাচ্ছি।
তিনি আরো বলেন, আমাদের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সারাদেশের মানুষ একই সময়ে নিজ নিজ জায়গা থেকে প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করছে।
শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শহীদুল্লাহ্ বলেন, ‘আজ যখন একটি টেলিভিশনে রেজাউল স্যারের কবরটি বারবার দেখানো হচ্ছিলো তখন মুহূর্তেই স্যারের মুখটি ভেসে উঠে। বুকের ভিতরের কান্না আর গোপন রাখতে পারছি না। আমরা চাই প্রশাসন এ হত্যাকা-ের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে কান্না, ভয় অতিদ্রুত দূর করবে।
সানবিডি/ঢাকা/এসএস