জবির গনিত বিভাগের নবীন বরণ

প্রকাশ: ২০১৬-০৫-০৪ ১৯:০২:৪৬


nobin boronজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গনিত বিভাগের উদ্যোগে নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে গণিত বিভাগের উদ্দ্যেগে এ নবীণ বরণ অনুষ্ঠিত হয়।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, “প্রতিটি বিষয়ের গবেষণা ও উচ্চতর জ্ঞান অর্জনের জন্য গণিত বিষয়ক জ্ঞানের প্রয়োজন; তাই গণিতের প্রতি আমাদের সব সময় সজাগ থাকতে হবে। পৃথিবীর বিখ্যাত সব বিষয়েই গণিতের অবদান রয়েছে।”

তিনি আরোও বলেন, “শুধুমাত্র কারিকুলাম নির্ভর জ্ঞানার্জন করলে চলবে না, বাহ্যিক জ্ঞান আহরণ করতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে এবং নিজস্ব স্বকীয়তা তুলে ধরতে হবে। বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় আমাদের টিকে থাকতে হলে গণিতের প্রতি আরো গুরুত্বারোপ করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোঃ আশরাফ-উল-আলম এবং এ. এফ. মুুজিবুর রহমান ফাইন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফিরোজ আই ফারুকী।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সানবিডি/ঢাকা/ইসমাইল/এসএস