রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প
প্রকাশ: ২০১৬-০৫-০৫ ১৬:০৫:৩৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াইয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের একমাত্র প্রতিদ্বন্দ্বী জন কেসিক নির্বাচনী প্রতিযোগেতা থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে আসন্ন নির্বাচনে রিপাবলিকান দল থেকে ট্রাম্পই একমাত্র প্রার্থী।
এর আগে ইন্ডিয়ানা প্রাইমারিতে হারের পর সরে দাঁড়ানোর ঘোষণা দেন টেড ক্রুজ। এরপর কেসিকই ছিলেন ডোনাল্ড ট্রাম্পের একমাত্র প্রতিদ্বন্দ্বী।
বুধবার সন্ধ্যায় ওয়াশিংটনে নির্বাচনী প্রচারণা বাতিল করে সংবাদ সম্মেলন করেন ওহাইও গভর্নর জন কেসিক। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার লড়াই থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন তিনি। এসময় সমর্থকদের উদ্দেশ্যে আবেগঘন বক্তৃতা দেন কেসিক।
কেসিক বলেন, ‘আমার নির্বাচনী প্রচারণা সব বাতিল করলেও আমার বিশ্বাসকে নতুনভাবে স্থাপন করেছি, আমি গভীরভাবে বিশ্বাস করি ঈশ্বর নিশ্চয়ই আমাকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাবেন এবং আমার জীবেনের উদ্দেশ্য পূর্ণ করবেন। সবাইকে ধন্যবাদ আমাকে সমর্থন করার জন্য, ঈশ্বর আপনাদের সহায় হোন’।
দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য অনুষ্ঠিত প্রাথমিক ভোটাভুটিতে কেসিক শুধুমাত্র তার নিজ রাজ্যে জয় পেয়েছিলেন।
জন কেসিক সরে দাঁড়ানোতে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অনেকটা নিশ্চিত রিপাবলিকান দলের প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার মূল প্রতিপক্ষ টেড ক্রুজ নির্বাচনের মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ানোর পর দলের সদস্যদের প্রতি হিলারি ক্লিনটনকে পরাজিত করতে এবার তাদের মনোযোগ দিতে হবে বলে আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
এদিকে, ট্রাম্পের মনোনয়ন নিয়ে রিপাবলিকান শিবিরে দেখা দিয়েছে বিভক্তি। দলটির জ্যেষ্ঠ নেতারা বলছেন, তারা কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করতে পারবেন না।
সানবিডি/ঢাকা/আহো