সারা দেশে নির্বাচনে ব্যাপক অনিয়ম, সহিংসতায় নিহত ৬

প্রকাশ: ২০১৬-০৫-০৭ ২২:৩০:৫৪


cseচতুর্থ ধাপের ইউপি নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কুমিল্লা, নরসিংদী ও রাজশাহীতে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  প্রতিনিধিদের পাঠানো খবর-
কুমিল্লা : সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চন্দলা স্কুল বাজার ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থক দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ধারাল অস্ত্রের আঘাতে তাপস চন্দ্র পাল (২৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।নিহত তাপস ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা।

নরসিংদী : নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা দলটির বিদ্রোহী প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যা করেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রায়পুরা উপজেলার শ্রীনগর রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ৫ জন। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, জাল ভোট দেয়াকে কেন্দ্র করে শ্রীনগর রংপুর কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী রিয়াজ মোর্শেদ খান রাসেল ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আযান চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আওয়ামী লীগ দলীয় প্রার্থীর সমর্থকরা বিদ্রোহী প্রার্থীর সমর্থক সুমন হোসেনকে কিরিস দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। সুমনকে ঢাকায় নেয়ার পথে মারা যান। সুমন বিদ্রোহী প্রার্থী আযান চৌধুরীর ভাগিনা বলে জানা গেছে।

ঠাকুরগাঁও :  ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম আবু আলম ওরফে পল্টু (১৭)।  শনিবার বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া ইউনিয়নের মাছপুরিয়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ২টার পর ভোট কেন্দ্রে আধিপত্য বিস্তার ও জালভোট দেয়াকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে আবু আলম ওরফে পল্টু নামে এক কিশোর নিহত হন। এদিকে এ ঘটনার পর ওই ভোটকেন্দ্র জনশূন্য হয়ে পড়ে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই ভোট কেন্দ্রসহ আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

রাজশাহী : বাঘমারার হাটগাঙ্গোপাড়ায় আওয়ামী লীগের দু’পক্ষ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে  ৩ জন নিহত হয়েছেন।