আগৈলঝাড়ায় স্কুলের নির্মাণ সামগ্রী চুরি নিয়ে এলাকায় হৈ চৈ

প্রকাশ: ২০১৬-০৫-০৮ ১৮:৪১:৫৫


Agailjhara-Upazila-Map2-598x330-660x330বরিশালের আগৈলঝাড়ায় রক্ষিত নির্মাণ সামগ্রী চুরি করে সদস্যদের হাতে ধরা পরলেন এক স্কুল কমিটির সভাপতি। এনিয়ে এলাকায় ব্যাপক হৈ চৈ শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ বাগধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

সংশ্লিষ্টসূত্রে জানায়, দক্ষিণ বাগধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকারী অনুদানে শৌচাগার নির্মাণের কাজ শুরু হয়। সংশ্লিষ্ট ঠিকাদার নির্মাণের জন্য মালামাল সাইটে নিয়ে ওই স্কুলের সভাপতি ও বাগধা স্কুল এন্ড কলেজের ৪র্থ শ্রেণীর কর্মচারী মীর মোশারফ হোসেন খোকনের মাধ্যমে স্কুল কক্ষে আটকে রাখে।

সভাপতি খোকন শুক্রবার রাতে ওই নির্মাণ সামগ্রী থেকে সিমেন্ট ও ইট একই গ্রামের পার্শ¦বর্তী বাড়ির বাবুল বাহাদুরের কাছে বিক্রি করে দেয়। শনিবার সকালে নির্মাণ সামগ্রী কম দেখে স্কুলের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের সন্দেহ হলে তারা মালামাল চুরির ঘটনা জানতে পারেন। একপর্যায়ে ক্রেতা বাবুল বাহাদুরের কাছ থেকে চুরি করে বিক্রি করা নির্মাণ সামগ্রী উদ্ধার করেন তারা।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন ক্রেতা বাবুল বাহাদুর ও স্কুল কমিটির সদস্য হাবিব তালুকদার। এরপর বিষয়টি নিয়ে এলাকায় তুমুল হৈ চৈ ও তোলপাড় শুরু হয়। অভিযুক্ত এসএমসি সভাপতি মীর মোশারফ হোসেন খোকন জানান, ইট-সিমেন্ট চুরির ঘটনা সঠিক নয়। ঠিকাদার ইট কম পাঠিয়েছিল।

সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো