আগৈলঝাড়ায় বিশ্ব মা দিবস অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৬-০৫-০৮ ১৯:২২:৩৬


Photo- Agailjhara  08-05-16বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব মা দিবস উপলক্ষে উপজেলার প্রত্যন্ত এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার আগৈলঝাড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে হোমল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতায় রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র ঘটকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন ও বেসরকারী সংস্থা এইচডিও’র পরিচালক কাজল দাশগুপ্ত।

এসময় বিশ্ব মা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য বিভুতি মন্ডল, শিক্ষক তন্ময় বৈদ্য, বঙ্কিম চন্দ্র ঘটক, নির্মল বাড়ৈ, দেব দুলাল সরকার এবং মায়েদের মধ্যে দীপালি বিশ্বাস, মঞ্জু বাড়ৈ, শিক্ষার্থী মিতালী বালা ও আঁখি বাড়ৈ প্রমুখ। শেষে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

উল্লেখ্য, এর আগে এধরণের কোন অনুষ্ঠান উপজেলা সদর ছাড়া অন্য কোথাও অনুষ্ঠিত হয়নি। এবারই প্রথম হোমল্যান্ড হোমল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগ ও সহযোগিতায় প্রত্যন্ত এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো