চাঁদপুরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ
প্রকাশ: ২০১৬-০৫-০৯ ১১:০৮:৪২
চাঁদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুইগ্রুপে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মুন্না (২৫) নামের একজনকে কুপিয়ে জখম করা হয়।
রোববার রাত সাড়ে ১০ টায় শহরের জোড়পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত মুন্নাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রোববার রাতে তুচ্ছ ঘটনায় ছাত্রলীগ নেতা মারুফ ও মুন্না গ্রুফের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় মারুফ গ্রুফের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে মুন্নাকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ওসি মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় সাথে সাথে ওই এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এদিকে গুরুতর আহত অবস্থায় মুন্নাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপতালে নিয়ে গেলে সেখানে কতব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা রেফার করেন। এ ঘটনায় বর্তমানে শহরের জোরপুকুর পাড় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।
সানবিডি/ঢাকা/এসএস