ঘুম থেকে উঠতে বিলম্ব, শিশু শ্রমিককে পিটিয়ে হত্যা
প্রকাশ: ২০১৬-০৫-০৯ ১২:৩৭:২৯
লক্ষীপুরের চন্দ্রগঞ্জে ভোররাতে ঘুম ভাঙতে বিলম্ব হওয়ায় একটি বেকারি কারখানায় আলাউদ্দিন (১৪) নামে এক শিশু শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার বিসমিল্লাহ সড়কের ‘আনন্দ বেকারি’র কারখানায় এ ঘটনা ঘটে। লক্ষীপুর পুলিশের এএসপি (সার্কেল) মো. নাসিম মিয়া জানিয়েছেন, শিশু আলাউদ্দিনের লাশ উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, আলাউদ্দিনের হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনন্দ বেকারির মালিক নাছির উদ্দিন রনি ও শ্রমিক মোহাম্মদ আল-আমিনকে আটক করা হয়েছে।
নিহত শিশু আলাউদ্দিন লক্ষীপুর সদর উপজেলার দত্তপাড়া উত্তর মাগুরী গ্রামের আবুল কালামের ছেলে। পরিবারের অভিযোগ, বাবার অস্বচ্ছলতার কারণে শিশু আলাউদ্দিন আনন্দ বেকারিতে কাজ নেয়। গত সাত থেকে আট মাস যাবত সেখানে ভোর থেকে রাত পর্যন্ত কাজ করতো সে। কাজ শেষে কারখানার মেঝেতেই ঘুমাতো। দীর্ঘদিন দিন ধরে হাড় ভাঙা খাটুনিতে গত কয়েক দিন ধরে ক্লান্ত হয়ে পড়ছিল আলাউদ্দিন।
রোববার রাতে কাজ শেষে ঘুমানোর পর সোমবার ভোররাতে ঘুম থেকে উঠতে পারেনি সে। পরে অন্য শ্রমিকদের ডাকাডাকিতে ঘুম ভাঙে তার। ঘুম থেকে উঠতে বিলম্ব হওয়ার কারণে বেকারির মালিকসহ অন্য কয়েকজন শ্রমিক আলাউদ্দিনকে উপর্যুপরি পেটাতে থাকে। এক পর্যায়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সানবিডি/ঢাকা/এসএস