কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
আপডেট: ২০১৬-০৫-১০ ১০:১৫:৩০
কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আসাদুল ফকির নামে এক ডাকাত নিহত হয়েছেন। সোমবার রাত আড়াইটার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কালিগাড়ায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে।
নিহত আসাদুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার রাধানগর গ্রামের এজাহার ফকিরের ছেলে।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন বলেন, রাত আড়াইটার দিকে ১০/১২ জনের একটি ডাকাত দল কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কালিগাড়ায় গাছের গুড়ি ফেলে ডাকাতির চেষ্টা করছিল। এমন খবর পেয়ে মিরপুর থানা পুলিশের একটি দল আগেই ঘটনাস্থলে উপস্থিত হন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধে ঘটনাস্থলেই নিহত হয় আসাদুল ফকির নামে এক ডাকাত। পুলিশ জানিয়েছে, আসাদুলের বিরুদ্ধে ৭টি হত্যাসহ প্রায় ডজন খানেক মামলা রয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস