‘ইন্টারনেট ব্যবহারই করি পর্ন দেখতে’
প্রকাশ: ২০১৬-০৫-১০ ১০:৪৩:৪১
বিতর্ক যেন সব সময় রাম গোপাল ভার্মার সঙ্গে ছায়ার মতো চলে। যখনই তিনি প্রচারের আলোয় আসেন, কোনো না কোনো বিতর্ক তার পিছু পিছু চলে আসে।
নানা কারণে বিভিন্ন সময় তাকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে বলিউডে। সম্প্রতি আরও একবার তিনি খবরের শিরোনামে এবং ফের বিতর্কিত মন্তব্যের কারণে।
সম্প্রতি মুম্বইয়ের একটা নামী ওয়েবসাইটের সঙ্গে লাইভ চ্যাটের সময় রাম গোপাল বলেন, ‘আমি কোনো দিন এই ওয়েবসাইটের নাম শুনিনি। কারণ আমি ইন্টারনেট শুধুমাত্র পর্ন দেখার জন্যই ব্যবহার করি।’
তিনি বলেন, ‘এই ওয়েবসাইটের পক্ষ থেকে অমার পরের ছবি ‘বীরাপ্পন’-এর প্রচারের জন্য অনুরোধ করা হয়েছিল। তাই আমি এসেছি।’
এমনকি ওই ওয়েবসাইটে পূর্বনির্ধারিত সাক্ষাৎরও বাতিল করে দেন গোপাল।
সাক্ষাৎকার দিতে চান না, ভাল কথা। ওয়েবসাইটের নাম শোনেননি তাও হতেই পারে! কিন্তু শুধুমাত্র পর্ন দেখার জন্য ইন্টারনেট ব্যবহার করেন- এ কথা যে কেন বললেন তা ‘রাম’-ই জানেন! এমনকি বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্যও করতে চাননি তিনি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা