নায়িকা হওয়ার ব্যাপারে দিঘী যা বললেন

প্রকাশ: ২০১৬-০৫-১০ ১১:০৭:৫০


Dighiতারকা দম্পতি দোয়েল ও সুব্রত তনয়া দীঘি নিজেও একজন তারকা। যিনি ছোট্ট বেলা থেকেই পেয়েছেন এ তারকাখ্যাতি। ‌ ‘বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না? সে আজকে আমার নাম ধরে ডেকেছে’ গ্রামীণফোনের এ বিজ্ঞাপনটির মাধ্যমেই রাতারাতি তারকাখ্যাতি অর্জন করে নিয়েছিলেন সেদিনের সেই ছোট্ট দীঘি। যার পুরো নাম প্রর্থনা ফারদীন দীঘি। এরপর তিনি শিশু শিল্পী হিসেবে একের পর এক অভিনয় করেছেন সিনেমাতে। এমনকি তার অনবদ্য অভিনয়ের জন্য  করেছেন তিনি।

বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও মা মারা যাওয়ার পর ধীরে ধীরে আড়াল হয়ে যান দীঘি। এখন আর সেই ছোট্টটি নেই। এখন তিনি কৈশোর বয়স পেড়িয়ে তারুণ্য ছুই ছুই করছে। মাঝে একবার গুঞ্জন ছড়িয়েছিল নির্মাতা পিএ কাজলের পরিচালনায় ‘অশিক্ষিত ছেলে’ ছবির মাধ্যমে শাকিব খানের বন্ধুর চরিত্রে পর্দায় ফিরবেন তিনি! তবে সেটা আর হয়নি।

গুজব গুজবই রয়ে গেছে। তাই বলে কি তিনি অভিনয়ে ফিরবেন না? অবশ্যই ফিরবেন। তবে সেটা সময় সুযোগ মত। আর সেই সময় আর সুযোগ হলেই দেশসেরা নায়িকা হয়েই তিনি পর্দায় হাজির হবেন। একটি দৈনিককে এর আগে একবার দীঘি জানিয়েছিলেন, ‘আমার মা খুব করে বলতেন আমি একদিন অনেক বড় নায়িকা হবো। এখন সেই যাত্রাই আমি শুরু করতে চাই। ছোটবেলার দীঘি একরকম, এখনকার দীঘি একেবারেই ভিন্ন। তাই দেশের সেরা নায়িকা হওয়ার জন্যই লড়ব।

আমি নিজেকে সেভাবেই প্রস্তুত করছি।’ তাহলে আলোচিত এই দীঘি পর্দায় ফিরছেন। আপতাত এটুকুই নিশ্চিত। তবে কবে ফিরছেন? তার জন্য অবশ্য কিছুটা অপেক্ষা করতেই হবে।

সানবিডি/ঢাকা/এসএস