নিজামীর ফাঁসি কার্যকরের জন্য প্রস্তুত ১০ জল্লাদ

প্রকাশ: ২০১৬-০৫-১০ ১১:৩৩:৫০


hanging(1)একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের জন্য ১০ জন জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছে। তবে তাদের মধ্যে কতজন ফাঁসি কার্যকরে অংশ নেবেন, তা এখনো নিশ্চিত করা হয়নি।

মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রস্তুত থাকা জল্লাদরা হলেন রাজু, আবদুস সাত্তার, আবুল হোসেন, হজরত আলী, রনি, ইকবাল, মাসুদ, মুক্তার, আবদুল ওয়াহাব ও ওমর আলী শেখ। এদের মধ্যে প্রথম আটজনকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আনা হয়েছে। শেষ দুজনকে নড়াইল কারাগার থেকে আনা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, জল্লাদ রাজুর নেতৃত্বেই নিজামীর ফাঁসি কার্যকর হতে পারে। এর আগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর করেন জল্লাদ রাজু, শাহজাহান ও জনি। এছাড়া জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের সময়ও সহযোগী ছিলেন রাজু।

কারাবিধি অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরে সাধারণত সাতজন জল্লাদ অংশ নেন। তাদের মধ্যে একজন প্রধান থাকেন। বাকিরা সহযোগী হিসেবে কাজ করেন।

সানবিডি/ঢাকা/এসএস