আকরিক লোহার ব্যাপক দরপতন
অর্থনীতি ডেস্ক আপডেট: ২০২৩-০৪-১৫ ১৯:২০:২৫
আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার ব্যাপক দরপতন ঘটেছে। বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী চীনে এখনও চাহিদা নিম্নমুখী। এছাড়া আসন্ন শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে সরবরাহ ব্যাহত হতে পারে। ফলে শক্ত ধাতুটির দাম আরও কমেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, চীনে ভরা মৌসুমেও নির্মাণ খাতে কার্যক্রম কম রয়েছে। ফলে ইস্পাতের চাহিদা কমেছে। এতে কঠিন ধাতুটির দাম কমেছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী সেপ্টেম্বর মাসের আকরিক লোহার দর নিম্নমুখী হয়েছে ২ দশমিক ৬ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ৭৭৩ ইউয়ান বা ১১২ ডলার ৪৫ সেন্টে।
অন্যদিকে, সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগামী মে মাসের আকরিক লোহার দরপতন ঘটেছে ১ দশমিক ৯ শতাংশ। টনপ্রতি দর স্থির হয়েছে ১১৫ ডলার ৯৫ সেন্টে।
ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে ওয়েস্টপ্যাকের বিশ্লেষকরা বলেন, রিবারের স্পট মূল্য কমেছে। গত ডিসেম্বরের শেষদিকের পর যা সর্বনিম্ন। আকরিক লোহার চাহিদা হ্রাস পেয়েছে। ফলে দামও কমেছে।
এএ