আগৈলঝাড়ায় মাদক বিক্রেতাসহ গ্রেপ্তার ৩

প্রকাশ: ২০১৬-০৫-১০ ১৮:২৯:৩৫


Agailjhara-Upazila-Map2-598x330-660x330বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ বিক্রেতা ও পলাতক দুই আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের জোনাবালি সরদারের ছেলে হালিম সরদার (২৫) কে সোমবার রাতে গাঁজাসজ নিজ এলাকা থেকে এসআই শাহজালাল গ্রেপ্তার করেন। হালিমের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে একই রাতে পটুয়াখালীর জিআর ৩৫৮/৯ মামলার ওয়ারেন্টভুক্ত পলাকত আসামী উপজেলার নগরবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুল আল মনির (৪০) কে এসআই কাশেম ও বারহাজার বরিয়ালি গ্রামের সাহেদ আলী সন্যামতের ছেলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সান্টু সন্যামতকে এসআই আব্দুল হক গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতদের পুলিশ গতকাল মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করেছে।

সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো