বিএনপির জরুরি সংবাদ সম্মেলন স্থগিত
প্রকাশ: ২০১৬-০৫-১১ ০১:১২:৩৩
দেশের চলমান পরিস্থিতি তুলে ধরতে বিএনপির ডাকা জরুরি সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় এ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।
মঙ্গলবার রাতে (১০ মে) বিএনপির কার্যালয় থেকে সংবাদ সম্মেলন স্থগিতের কথা জানানো হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান দেশের চলমান পরিস্থিতি তুলে ধরতে বুধবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনের তথ্য জানান।