মৃত্যুর আগে ছেলেকে যা বলেছেন নিজামী
প্রকাশ: ২০১৬-০৫-১১ ০১:৩২:৩০
ফাঁসী কার্যকরের শেষ দেখা করেছেন মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর পরিবাবারের সদস্যরা। তারা সাংবাদিকদের কিছুই বলেননি। তবে আগের দিন সোমবার সন্ধ্যায় নিজামীর আইনজীবী ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান নিজামী (নাজিব মোমেন) এ কথা জানিয়েছিলেন, তার বাবা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না। তিনি বলেছেন, আমি কোনো অন্যায় করিনি। সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এ সরকার আমাকে হত্যার ষড়যন্ত্র করছে। আল্লাহ যদি আমাকে শহীদী মৃত্যু দেন, তাহলে সেটা হবে আমার চরম সৌভাগ্য।
নাজিব বলেন, আব্বা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না। তিনি বলেছেন, ‘আমি স্পষ্ট ভাষায় ঘোষণা করছি, প্রাণের মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া আর কারো কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না’।
নাজিব মোমেন বলেন, আব্বা বলেছেন, আমি দেশবাসীকে আমার সালাম জানাচ্ছি ও দোয়া চাচ্ছি, যাতে আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইমানের ওপর দৃঢ় ও অবিচল থাকতে পারি।
নিজামী বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টির জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমার মাঝে কোনো দুর্বলতা নেই। তিনি বলেন, আমি কোনো অন্যায় করিনি। সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এ সরকার আমাকে হত্যার ষড়যন্ত্র করছে। আল্লাহ যদি আমাকে শহীদী মৃত্যু দেন, তাহলে সেটা হবে আমার চরম সৌভাগ্য।