ইমামের কাছে ক্ষমা চাইলেন ক্যামেরন
প্রকাশ: ২০১৬-০৫-১২ ১০:৪৮:৩৩
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দেশটির সাবেক একজন ইমামকে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সমর্থক বলে ক্ষমা চেয়েছেন।
প্রায় তিন সপ্তাহ আগে লন্ডনের মেয়র নির্বাচনে প্রচারণা চালানোর সময় তিনি সাবেক ইমাম সুলায়মান গানিকে নিয়ে ওই মন্তব্য করেছিলেন। এদিকে গানি তাকে আইএস সমর্থক বলার অভিযোগে আইনি লড়াইয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছিলেন।
দু সপ্তাহ আগে হাউজ অব কমেন্সে দেয়া এক বক্তব্যে ক্যামেরন বলেন, সুলায়মান গানি এমন একজন ইমাম যিনি আইএসকে সমর্থনের মাধ্যমে লন্ডনের নব নির্বাচিত মেয়র সাদিক খানের জন্য প্লাটফর্ম তৈরি করেন।
যদিও ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী আসলে বোঝাতে চেয়েছেন যে গানি ইসলামিক স্টেটের সমর্থক। নির্দিষ্ট করে আইএসের সমর্থক বলতে চায়নি। তবে এই সংক্রান্ত ভুল বোঝাবুঝি নিরসনে প্রধানমন্ত্রী প্রয়োজনে ইমামের কাছে ক্ষমা চাইবে।
পার্লামেন্টে ক্যামেরন সাদিক খানের উদ্দেশে বলেন, ‘তিনি এমন প্লাটফর্মে দাঁড়িয়ে আছেন যেখানের লোকজন ইসলামিক স্টেট কে সমর্থন করে।’
এদিকে ইমাম বলেন, ‘আমি কখনোই আইএসকে সমর্থন করি না। বরং বর্বর এদের কর্মকাণ্ডকে প্রকাশ্যে নিন্দা জানাই।’ –
সানবিডি/ঢাকা/এসএস