ভ্যাট আইন সংশোধন চায় এফবিসিসিআই

আপডেট: ২০১৬-০৫-১২ ১৬:৪৮:০৬



vateঅর্থনৈতিক প্রতিবেদক :
ভ্যাট আইন বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবসায়ীদের মতামতের প্রতিফলন ঘটেনি বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

নতুন ভ্যাট আইন কার্যকর হলে ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক গতি ব্যাহত হবে উল্লেখ করে তিনি বলেন, ২০১২ সালে করা ভ্যাট আইন বাস্তবায়নের আগে সরকার জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআইয়ের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন করেছিল। সেই যৌথ কমিটির সভায় সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সেসব সিদ্ধান্তকে আইনে যুক্ত করা হয়নি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সভায় মাতলুব আহমাদ বলেন, ‘এ অবস্থায় আগামী জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকরের আগে যৌথ সিদ্ধান্তগুলো কার্যকরের দাবি জানাচ্ছি।’

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি আরো বলেন, এফবিসিসিআই যেসব সংশোধনী প্রস্তাব করেছে, সেগুলো গ্রহণ করা হলে আদায় সহজ হবে। বাড়বে ভ্যাটের আওতা। তৈরি হবে ব্যবসাবান্ধব পরিবেশ।

আইবিএফবির সভাপতি হাফিজুর রহমান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনুষ্ঠানে যোগ দেননি।

এ সময় মার্সিয়া বার্নিকাট বলেন, স্বচ্ছতা ও দক্ষতা না বাড়ালে বিদেশি বিনিয়োগ হারাবে বাংলাদেশ। এদেশের পণ্য এখন অনেক দেশে চলে গেছে এবং দেশটি আন্তর্জাতিক বাজারে পরিণত হয়েছে।

সভায় সংগঠনটির সদস্যভুক্ত দেশি-বিদেশি পাঁচ প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো বিএসআরএম স্টিল, আব্দুল মোনেম লিমিটেড, বিআরবি কেবলস ইন্ডাস্ট্রিজ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও শেভরন বাংলাদেশ।

সানবিডি/ঢাকা/মেহেদী/এসএস