বাংলাদেশ-নেপাল বাণিজ্য বাড়বে, চলছে বৈঠক

আপডেট: ২০১৬-০৫-১২ ১৮:৩৩:৫০


নেপালঢাকা: বাণিজ্য বৃদ্ধির এক উজ্জ্বল সম্ভাবনাময় রাষ্ট্র বাংলাদেশ-নেপাল। নেপালে বাংলাদেশের পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। অন্যদিকে নেপালে উৎপাদিত জলবিদ্যুৎ বাংলাদেশে আমদানির সম্ভাবনা রয়েছে।

আবার নেপাল স্থলবেষ্টিত দেশ হওয়ায় বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করে রেল এবং সড়ক পথে ট্রানজিটের মাধ্যমে পণ্য আমদানিতে নেপালের উৎসাহ রয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

গত ২০১৪-১৫ অর্থ বছরে নেপালে বাংলাদেশি পণ্যের রপ্তানির পরিমাণ ছিল ২৫ দশমিক ০৫ মিলিয়ন মার্কিন ডলার যার বিপরীতে বাংলাদেশে নেপালি পণ্যের আমদানির পরিমাণ ছিল ১১ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার। ইতোমধ্যে বাংলাদেশ-ভুটান-ভারত ও নেপারের মধ্যে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি এবং ট্রানজিট বাণিজ্য গড়ে তোলার লক্ষ্যে গত বছর ১৫ জুন বিবিআইএন স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১০মে) সকাল সাড়ে ৯টায় বাণিজ্য মন্ত্রণালয়ের কনফারেন্স হলে বাংলাদেশ-নেপালের মধ্যে সচিব পর্যায়ে দুই দিনের বৈঠক শুরু হয়েছে। বাংলাদেশ-নেপাল বাণিজ্য বৃদ্ধির বিষয়ে এটা তৃতীয় পর্যায়ের বৈঠক। নায়ন্দ্র প্রসাদ উপাধ্যায়া’র নেতৃত্বে ৯ ( নয়) সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল দুই দিনের বৈঠকে  যোগদান করেছেন।

এছাড়া বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সমন্বয়ে গঠিত ১৮ সদস্যের বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণ্যিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।

দুই দিনের বৈঠক আগামীকাল (১১ মে) শেষ হবে। বৈঠকে বাংলাদেশ-নেপালের মধ্যে ট্রানজিট কার্গো পরিবহনের পদ্ধতি নির্ধারণ করা হবে এবং উভয় দেশের পণ্য আমদানিতে পারস্পরিক শুল্ক সুবিধা প্রদান বিষয়ে আলোচনা হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সুত্রে জানা গেছে।

এছাড়া বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য নেপালে বাণিজ্য ভিসা প্রদান সহজীকরণ এবং নেপালি নাগরিকদের জন্য বাংলাদেশে আসার ক্ষেত্রে স্থলবন্দরে ‘অন অ্যারাইভাল’ ভিসা ইস্যু, এক দেশ অপর দেশের মধ্যে বাণিজ্য মেলায় অংশ গ্রহণ, দু’দেশের মধ্যে পর্যটন শিল্প বৃদ্ধি, নেপালে জলবিদ্যুৎ খাতে বিনিয়োগের বিষয়ে বৈঠকে উভয় দেশের সচিবরা একমত হবেন বলে জানা গেছে।

দুই দিনের বৈঠক শেষে আগামীকাল বুধবার (১১ মে) সকাল ১১টায় বাংলাদেশ ট্রেডিং করপোরেশন (টিএবি) এবং পাবলিক ট্রেডিং করপোরেশন অব নেপালের (পিটিসিএন) মধ্যে সরকারি পর্যায়ে অত্যাবশ্যকীয় পণ্য সরাসরি ক্রয়-বিক্রয় সম্পর্কিত এক সমঝোতা স্বাক্ষর হবে।

পরে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ নেপালের বাণিজ্য সচিবসহ নেপাল প্রতিনিধিদের উপস্থিতিতে এ বিষয়ে ব্রিফিং করবেন।

দুই দিনের বৈঠক শেষে নেপালের প্রতিনিধিদল আগামী বৃহস্পতিবার (১২মে) ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।

সানবিডি/ঢাকা/মেহেদী/এসএস