রবি-সোমবার বিএনপির বিক্ষোভ সমাবেশ
প্রকাশ: ২০১৬-০৫-১৩ ১৩:১৩:৫৭
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
জেলাগুলোতে রবিবার এবং সোমবার ঢাকা মহানগরীতে এ সমাবেশ করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার (১৩ মে) সকালে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
বিএনপির চেয়ারপারসেনের নামে ‘মিথ্যা’ মামলা তাকে রাজনীতি থেকে দূরে রাখার হীনচক্রান্ত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।