গোপন কথা গোপন রাখলেন না নার্গিস!

প্রকাশ: ২০১৬-০৫-১৩ ১৮:৫১:০২


নার্গিস ফাকরির পর পর দু’টি ছবি এখন মুক্তি পেতে চলেছে। প্রথম, ‘আজহার’ যা আজই (১৩ মে) মুক্তি পাচ্ছে। দ্বিতীয় ‘হাউজফুল ৩’, মুক্তি পাবে ৩ জুন। ‘আজহার’ মুক্তির আগেই নার্গিসের একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে মুম্বইয়ের একটা নামী ওয়েবসাইটে যা শুনে যে কেউ অস্বস্তিতে পড়তে পারে! এক নজরে দেখে নেওয়া যাক সেই সাক্ষাত্কারের কিছু অংশ।

image

প্রশ্ন: রেড কার্পেটে কোনওদিন কোনও ‘বিপদ’ হয়েছে?
উত্তর: তা আবার হয়নি! একবার রেড কার্পেটে হাঁটতে গিয়ে অনুভব করলাম আমার গোপনাঙ্গ দেখা যাচ্ছে।
কিন্তু ভগবানকে ধন্যবাদ, কেউ দেখতে পায়নি। সে দিন আমি খুব শর্ট একটা ড্রেস পরেছিলাম যার সামনের দিকটা কাটা ছিল।
আমি সে দিন কোনও অন্তর্বাসও পরিনি। বুঝতেই পারছেন আমার পরিস্থিতি!

প্রশ্ন: লিফটে যদি উদয় চোপড়ার সঙ্গে আটকে যান তা হলে কী করবেন?
উত্তর: প্রথমে ওঁর সঙ্গে কথা বলব| তার পর হয়তো আমি নাচতে শুরু করে দেব| তারপর কোনও খুব অশ্লীল জোক বলব।
জোক শুনে উদয় বিরক্ত হবে এবং চিৎকার করে কাঁদতে কাঁদতে ও লিফট থেকে বেরোতে চাইবে।

প্রশ্ন: রণবীর সিংহকে দেখলে কী মনে হয়?
উত্তর: ওঁকে দেখলে আমার লেডি গাগার ‘মেল ভার্সান’ মনে হয়।

প্রশ্ন: ব্যাটম্যান না সুপারম্যান, কার সঙ্গে প্রেম করবে?
উত্তর: যে কেউ চলবে। তবে যার পুরুষাঙ্গ বড় হবে তাকে পেলে বেশি ভাল হয়।

প্রশ্ন: সেকশন ৩৭৭ সম্বন্ধে আপনার মতামত কী?
উত্তর: আমি নিশ্চিত হোমোসেক্সুয়ালদের বিয়ে বেশি দিন টেকে এবং তা অনেক বেশি সুখের হয়।

প্রশ্ন: কোন জিনিসটা ছাড়া তুমি কখনও বাড়ি থেকে যেতে চাইবে না?
উত্তর: আমার অন্তর্বাস।

প্রশ্ন: প্রথম হিন্দি ছবি দেখার অভিজ্ঞতা?
উত্তর: আমি আমার এক বন্ধুর সঙ্গে হাউজফুল দেখতে গিয়েছিলাম। এত বাজে সিনেমা, ইন্টারভ্যালে আর থাকতে না পেরে হল থেকে বেরিয়ে যাই।
আর দেখুন এখন আমি নিজেই ‘হাউজফুল ৩’-এ আছি। তবে এ ছবিটা খুব মজার।

প্রশ্ন: তোমার আত্মজীবনী কারা পড়বেন?
উত্তর: আমি যখন বুড়ি হব, দাঁত পড়ে যাবে…তখন ভাববো।

সূত্র: আনন্দবাজার পত্রিকা