ফের জাপার চেয়ারম্যান এরশাদ, মহাসচিব হাওলাদার

প্রকাশ: ২০১৬-০৫-১৪ ১৪:৩১:১০


ershad-howladerএককভাবে দলের সব বিষয়ে মতামত গ্রহণ করার ক্ষমতা হারিয়ে আবারও জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এইচ এম এরশাদ। এছাড়া মহাসচিব করা হয়েছে এবিএম রুহুল আমিন হাওলাদারকে।

শনিবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ প্রাঙ্গণে দলের অষ্টম জাতীয় কাউন্সিলে তাকে আবারও জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এর আগে দলের গঠনতন্ত্রে সংশোধনী আনা হয়।

গঠনতন্ত্রের ৩৯ ধারা অনুযায়ী, আগে দলের চেয়ারম্যান যেকোনো বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নিতে পারতেন। সংশোধনীর ফলে এখন থেকে দলের প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে বসে দলীয় চেয়ারম্যানতে সিদ্ধান্ত নিতে হবে। এর ফলে একক ক্ষমতা হারাতে হলো এরশাদকে। গঠনতন্ত্রের এই সংশোধনী পাঠ করেন চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়।

এরপর সবার সম্মতিক্রমে রওশন এরশাদকে দলের সিনিয়র কো-চেয়ারম্যান, জিএম কাদেরকে কো-চেয়ারম্যানে এবং এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করা হয়। তাদের নাম ঘোষণা করেন চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। সানবিডি/ঢাকা/এসএস