নিজামীর ফাঁসির পর সারারাত কেঁদেছি

প্রকাশ: ২০১৬-০৫-১৪ ১৬:১৮:৫৫


Shomo Kaysarবদর নিজামীর ফাঁসির দণ্ড কার্যকরের সময় দেশের বাইরে ছিলাম। খবর শুনে সারা রাত আনন্দে কান্না করেছি।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে ও অভিনেত্রী শমী কায়সার।

শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুসের ৬০তম জন্মদিন উপলক্ষে আনন্দ আড্ডায় তিনি একথা বলেন।

শমী কায়সার বলেন, ‘যেদিন নিজামীর গাড়িতে প্রথম পতাকা উড়েছিল সেদিন আমাকে প্রথম ফোন করেন বাচ্চু আংকেল (নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু)। তিনি পরে আমার মাকে ফোন করে বলেছিলেন, আমাকে মাপ করে দিন ভাবি। এতো বছর ধরে চেষ্টা করেও আমরা মনে হয় কিছুই করতে পারলাম না।’

তিনি বলেন, ‘আমাদের শক্রপক্ষ কারা তা পরিষ্কার। কিন্তু আগামী ৪০ বছর এ শক্রপক্ষ যেন মুক্তিযুদ্ধের বেশ ধরে আমাদের মাঝে মিশে না যায়।’

এ অভিনেত্রী আরো বলেন, ‘ছোটবেলা থেকে যাদের স্নেহ–ভালোবাসা পেয়ে বড় হয়েছি তাদের একজন হলেন গোলাম কুদ্দুস। আমি তাকে বাবার মতোই শ্রদ্ধা করি।’

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন আল বদর নেতা হিসেবে বুদ্ধিজীবী হত্যার মূল পরিকল্পক নিজামীর ফাঁসির দণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সানবিডি/ঢাকা