প্রধানমন্ত্রীকে সংসদ থেকে বের করে দিলেন স্পিকার
আপডেট: ২০১৬-০৫-১৪ ১৮:৫৯:০১
নিউজিল্যান্ডের পার্লামেন্ট থেকে দেশটির প্রধানমন্ত্রী জন কি’কে বের করে দিয়েছেন দেশটির স্পিকার। পানামা পেপার্স বিষয়ে নিউজিল্যান্ডের ভূমিকা নিয়ে বিতর্কের এক পর্যায়ে বুধবার স্পিকার ডেভিড কার্টার প্রধানমন্ত্রীকে বের করে দেন। তবে এর আগে বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রীকে কয়েকবার সতর্ক করেন তিনি।
বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করা পানামা পেপার্সে প্রকাশ করা তথ্যের ওপর ভিত্তি করে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে লাতিন আমেরিকার বিত্তবানেরা কর ফাঁকি দিতে নিউজিল্যান্ডকে চ্যানেল হিসেবে ব্যবহার করেন বলে উল্লেখ করা হয়। মঙ্গলবার গণমাধ্যমে জন কি বলেন, পানামা পেপার্সের সঙ্গে গ্রিনপিস, রেড ক্রস ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংগঠনও জড়িত।
বুধবার পার্লামেন্টে বিরোধীরা এ বিষয়ে সংগঠনগুলোর কাছে তাকে ক্ষমা চাইতে বললে জবাবে তিনি অশোভন মন্তব্য করেন। এর পরপরই স্পিকার তার ওপর খড়গহস্ত হন। এ সময় প্রধানমন্ত্রী হিসেবে সংসদে বেশি সুবিধা পাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। এর আগেও এমপি থাকা অবস্থায় তিনবার জন কি’কে পার্লামেন্ট থেকে বের করে দেয়া হয়েছিলো।