রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশ: ২০১৬-০৫-১৫ ১৩:০৯:২৮


Lashরাজধানীর যাত্রাবাড়ি থানাধীন ধোলাইপাড় এলাকায় বীথি আক্তার (১৮) নামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ জুয়েলকে আটক করেছে পুলিশ।

বীথির বাবা আবদুল বাতেন জানিয়েছেন, রোববার সকাল ১০টার দিকে জুয়েল বীথিকে মারধর করে। একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এ সময় বীথি জ্ঞান হারায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, গত চার-পাঁচ মাস আগে জুয়েলের সঙ্গে বীথির বিয়ে হয়। বিয়ের সময় ৫০ হাজার টাকা যৌতুক দেয়া হলেও পরে আরও ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে জুয়েল। দাবির টাকা পূরণ করতে না পারায় এ হত্যা বলে অভিযোগ নিহতের বাবার।

তবে জুয়েলের দাবি, ঝগড়ার একপর্যায়ে বীথি ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগায়।

ঢামেক ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বাংলামেইলকে বলেছেন, ‘নিহতের স্বামী জুয়েলকে আটক করা হয়েছে। ঘট্নাটি রহস্যজনক। মরদেহ ময়নাতদন্ত করলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’