টিএসসির টয়লেট থেকে বাসরঘরে

প্রকাশ: ২০১৬-০৫-১৫ ১৩:১২:৫৮


Tolietঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভেতরকার একটি টয়লেট থেকে আপত্তিকর অবস্থায় আটক প্রেমিকযুগলের বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শাহবাগ থানায় তাদের বিয়ে সম্পন্ন হয়।

‘নববর-বধূ’রা হলেন- বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র ও মাস্টার দা সূর্যসেন হলের একজন আবাসিক ছাত্র এবং তার বান্ধবী ময়মনসিংহ নার্সিং কলেজের ছাত্রী।

বিশ্ববিদ্যালয় প্রক্টর সূত্রে জানা যায়, টিএসসির একটি টয়লেটে কিছু সময়ের ব্যবধানে একজন তরুণ এবং একজন তরুণী প্রবেশ করেন। কিন্তু আধা ঘণ্টার মতো সেখানে তারা অবস্থান করে। এতে প্রত্যক্ষদর্শী অনেকের সন্দেহ হলে তারা কর্তৃপক্ষকে জানায়। পরে তাদেরকে আপত্তিকর অবস্থায় সেখান থেকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে প্রক্টরিয়াল টিম।

বিকেলে উভয়ের পরিবারের সদস্যদের উপস্থিতিতে থানায় বিয়ে সম্পন্ন হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, আপত্তিকর অবস্থায় তাদের আটক করে পুলিশে দেয়া হয়েছিল। পরে থানায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

সানবিডি/ঢাকা/এসএস