মুস্তাফিজকে নিয়ে একি বললেন পার্থ?
প্রকাশ: ২০১৬-০৫-১৫ ১৬:৫৪:৩৯
মুস্তাফিজুর রহমানকে নিয়ে লিখেছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সবাই যেন মুস্তাফিজে মন্ত্রমুগ্ধ।
রাজনীতিবিদ ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মুস্তাফিজকে নিয়ে নিজের ফেসবুক পেইজে লিখেছেন মূল্যবান কয়েকটি কথা।
সেটা আপনাদের জন্য সরাসরি তুলে ধরা হলো-কিসের সমস্যা …ক্রিকেট খেলতে কি IELTS না TOEFL পাশ করতে হয়। মেসি , নেইমার সহ পৃথিবীতে অনেক বড় বড় তারকা আছে যারা ENGLISH বলতে পারে না ।
মুস্তাফিজ কি পারে আর না পারে তা খুব ভাল করে জানে যারা কোটি টাকা খরচ করে মুস্তাফিজকে নিয়ে গিয়েছে …
আমি CRICKET নিয়ে কিছু লিখি না সাধারণত । তবে এতটুকু বুঝি যে এই মুহূর্তে পৃথিবীতে দুই তিন জন আলোচিত বোলারের মধ্যে মুস্তাফিজ একজন । আর CRICKET নিজেই একটা ভাষা, যেই ভাষা মুস্তাফিজ ভালই বুঝে ।
সূত্র: আন্দালিভ রহমান পার্থ
সানবিডি/ঢাকা/এসএস