এক সপ্তাহে দেবহাটা মাদক মুক্ত হবে

প্রকাশ: ২০১৬-০৫-১৬ ২১:১০:৫০


1আগামী এক সপ্তাহের মধ্যে দেবহাটা কে মাদক মুক্ত করা হবে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ করে দেবহাটা থেকে মাদক সেবী ও বিক্রেতাদের সংখ্যা জিরোতে আনা হবে। এ জন্য যদি তাদের সাথে বন্ধুকযুদ্ধ করার দরকার হয় তাও করা হবে। যারা মাদকের সাথে জড়িত সে যেই হোক ছাড় দেওয়া হবে না।

উপজেলার সখিপুর ইউনিয়নের ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’তে জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল করির পিপিএমবার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী ৭ দিনের মধ্যে যে সমস্ত এলাকায় অবৈধ্য ভাবে জোর দখল করে অন্যের জমি ভোগ করছে। তাদের বিরুদ্ধে জমির মুল কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট এলাকার বিট অফিসারের সাথে যোগাযোগ করার কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সরাসরি প্রশ্নের উত্তর পর্বে তিনি সাধারণ মানুষের কথা শুনে সাথ সাথে সমাধানের কথা তুলে ধরেন। এসময় তিনি সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা তুলে ধরেন। সহিংসতাকালে নিহত উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান হত্যা মামলার চার্জশিট সম্পন্নর কথা বলেন। তাছাড়া তিনি বলেন, পদন্নোতি হওয়াতে অন্য স্টেশনে যোগদানের জন্য সাতক্ষীরা ছেড়ে যাওয়াটি অনেক দুঃখ জনক। কেননা আমার জন্ম রাজবাড়ি হলেও সাতক্ষীরা আমার ২য় জন্মভূমি। সাতক্ষীরার মাটি ও মানুষের সাথে আমার অন্তরের সাথে মিশে আছে। এখানের মানুষের অবদানের কথা কোন দিন আমি ভুলবনা।

প্রশ্নে উত্তর পর্বে, কুলিয়া এলাকা থেকে প্রতিদিন এম্বুলেন্স যোগে মাদক দ্রব্য পাচারের বিষয়ের অভিযোগে দায়িত্ব অবহেলার ভিত্তিতে বিট অফিসার এসআই জাকেরিয়াকে পুলিশ লাইনে ক্লোজ করার নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে কালিগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি মীর মনির হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, উপজেলা পুলিশিং ফোরামের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সম গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক আনারুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, আরশাদ আলী, আওয়ামীলীগ নেতা নুর আমিন গাজী, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিন্নুর, যুগ্ন-আহবায়ক সাইফুজ্জামান প্রিন্স, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, কুলিয়া চেয়ারম্যান ইমাদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জি টিভি ও দৈনিক মানবকন্ঠের সাতক্ষীরা প্রতিনিধি অসিম বরণ মৃধা। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সানবিডি/ঢাকা/মামুন/আহো