বাবার বিতর্কিত ছবি

প্রকাশ: ২০১৬-০৫-১৭ ১৬:০৯:৪৭


Father & Sonএকটা গোসলের ছবি। ফেসবুকে পোস্ট হতেই ছড়িয়ে পড়ল বিতর্ক। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে গেল। কিন্তু কী এমন ছিল ওই ছবিটায়?

অসুস্থ ছেলেকে কোলে নিয়ে স্নান করছেন বাবা। ছবিটা এমনই। তবে, বিষয়টা এত সহজ নয়। কোনও নদী বা সুইমিং পুলে নয়। ছেলেকে কোলে নিয়ে বাবা স্নান করছেন বাথরুমের শাওয়ারে। দুজনেই নগ্ন। ছেলেকে কোলে রেখে নিজের ‘লজ্জা’ ঢেকেছেন বাবা। সারা শরীরে ‘আবরণ’ বলতে ওইটুকুই। আর এই ছবি ফেসবুকে পোস্ট হতেই শুরু হয় বিতর্ক।

নিয়ম লঙ্ঘনের অভিযোগে এরপরই ছবিটি সরিয়ে নেয় ফেসবুক কর্তৃপক্ষ। তবে, ততক্ষণে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। প্রায় ৩১,৭০০ বার শেয়ার হয়েছে এই ছবিটি।

এদিকে, ডিলিট করার পর ছবিটি ফেসবুকে আবার পোস্ট করেন মা। সেখানে তিনি বলেন, তার ছেলের ধুম জ্বর। জ্বর কমাতেই তাদের সন্তানকে ওভাবে স্নান করানো হয়।

এক মাস আগেও একবার এধরনের ছবি পোস্ট ঘিরে বিতর্ক ছড়িয়েছিল। সেই ছবিতে দেখা গিয়েছিল মেয়েকে কোলে নিয়ে বাথরুমের শাওয়ারে স্নান করছেন এক ‘নগ্ন’ মা। সেবারও বলা হয়, মেয়ের সর্দি-কাশি সারানোর জন্যই এমন করা হয়।

এখন, এই ধরনের ছবি বিতর্কিত না অপত্য স্নেহের এক সুন্দর মুহূর্তের ছবি? সে বিচারের দায়িত্ব আপনাদের। সোর্স: জিনিউজ

সানবিডি/ঢাকা/এসএস