ফেসবুকে পোশাক ঠিকঠাক না থাকলে সোজা হাজতে
প্রকাশ: ২০১৬-০৫-১৭ ১৭:৫৪:০০
ছবিতে হিজাব ঠিকঠাক নেই। এই ‘অপরাধে’ সোজা থানায় তুলে নিয়ে গেল পুলিশ। ইরানের ইসলামিক প্রশাসন এমনটাই করেছে। বারবার অ-ইসলামিক পোস্ট করার অপরাধে সম্প্রতি ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা দায়ের হয়েছে আরও ২১ জনের বিরুদ্ধে।
বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, বিশেষ করে ইনস্টাগ্রামে গত দু’বছর ধরে নজর রেখেছিল ইরান পুলিশের সাইবার অপরাধ দমন শাখা।
ইন্টারনেট জগতে এই পুলিশি অভিযানের নাম— ‘স্পাইডার ২’। ইরান থেকে পোস্ট হওয়া মডেলদের ছবিতে পোশাক ঠিকঠাক না থাকলেই অ্যাকাউন্টগুলি নথিভুক্ত করা হয়েছে অপরাধীর তালিকায়।
তেহরানের সাইবার অপরাধ আদালত জানিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ১৭০টি অ্যাকাউন্টের ওপর কড়া নজর রেখেছে পুলিশ। এর মধ্যে ৫৯ জন ফোটোগ্রাফার, ৫৮ জন মডেল, ৫১ জন ফ্যাশন ম্যানেজার ও ডিজাইনার এবং ২টি সক্রিয় ফ্যাশন সংস্থার অ্যাকাউন্ট।