বিমানের টিকিট মাত্র ৫১১ টাকায়

প্রকাশ: ২০১৬-০৫-১৭ ১৮:৩৮:৫৬


spice-jet-pic20160517111746১১ বছরে পদার্পণ উপলক্ষে বিশেষ ছাড় ঘোষণা করেছে ভারতের বেসরকারি বিমানসেবা প্রদানকারী সংস্থা স্পাইসজেট। মাত্র ৫১১ টাকায় দেশের ভিতরে এবং ২,১১১ টাকায় দেশের বাইরে ভ্রমণ করার সুযোগ দিচ্ছে সংস্থাটি।

স্পাইসজেট সূত্রে জানা যায়, সংস্থার ওয়েবসাইট থেকে মাত্র ৫১১ টাকায় বুক করা যাবে অান্তঃদেশীয় বিমান যাত্রার টিকিট। আর বিদেশের টিকিটের দাম ২,১১১ টাকা। এই অফার চলবে ৩ দিন। আজ মঙ্গলবার মধ্যরাত থেকে ১৯ মে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত কাটা যাবে বিমানের টিকিট।

আইওএস এবং অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপের মাধ্যমে কাটা যাবে এর টিকিট। অনলাইন বুকিং পোর্টাল, ট্রাভেল এজেন্ট বা কোম্পানির ওয়েবসাইট থেকেও টিকিট কাটতে পারবেন। তবে টিকিটের সংখ্যা সীমিত।

এই টিকিটে ১৫ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের মধ্যে বিমানে যাতায়াত করা যাবে। ভারতের বাইরে যাওয়ার সময়সীমা ১ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত। তবে ২,১১১ টাকার টিকিটে ব্যাংকক, কলোম্ব, দুবাই ও মাসকট যেতে পারবেন যাত্রীরা।

এছাড়া স্পাইসজেট মোবাইল অ্যাপের মাধ্যমে খাবার বুক করলে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়।

সানবিডি/ঢাকা/আহো