৩৫ কোটি টাকার ফ্ল্যাট কিনলেন রণবীর
প্রকাশ: ২০১৬-০৫-১৭ ২০:০১:৫৮
বলিউডের চকলেট বয় রণবীর কাপুর সম্প্রতি মুম্বইয়ের পালি হিলসে একটি ফ্ল্যাট কিনেছেন। যার মূল্য শুনলে যেকারো চোখ কপালে উঠবে! প্রায় আড়াই হাজার স্কোয়্যার ফুটের এই ফ্ল্যাটের মোট দাম পড়েছে প্রায় ৩৫ কোটি টাকা! যার প্রতি বর্গফুটের মূল্য প্রায় এক লক্ষ ৪২ হাজার টাকা।
গেল মাসে ১২ তলা ওই বিল্ডিংয়ের সাত তলায় রণবীরের এই বিলাসবহুল ফ্ল্যাট, যার সঙ্গে দু’টি পার্কিং লটও কিনেছেন তিনি। এর আগে মুম্বাই শহরতলীর ওই এলাকায় এ পর্যন্ত সবচেয়ে দামী ফ্যাট কিনেছেন জিন্দাল পরিবার।
এক লক্ষ ৬০ হাজার টাকা প্রতি স্কোয়্যার ফুটের হিসেবে ১০ হাজার স্কোয়্যার ফুটের সেই ফ্যাটটির নির্মানের কাজ এখনও অবশ্য সম্পূর্ণ হয়নি। তাই রেকর্ড দামের ফ্ল্যাট কিনে আপাতত খবরের শিরোনামে থাকছেন রণবীরই।
সানবিডি/ঢাকা/আহো