টেলিফিল্ম ’কখনো ফিরে এসো না’
প্রকাশ: ২০১৬-০৫-১৭ ২০:৪২:৩৭
ঈদ উপলক্ষে নির্মিত হচ্ছে টেলিফিল্ম ‘কখনো ফিরে এসো না’। আর এই টেলিফিল্মে অভিনয় করছেন অভিনেতা মিশু সাব্বির, লাক্স তারকা মেহজাবিন চৌধুরী এবং ইরফান সাজ্জাদ। নাটকটি পরিচালনা করছেন অভিনেতা মাহফুজ আহমেদ।
টেলিফিল্মটির নির্মাণ কাজ চলছে পূর্বাচল সিটিতে। শুটিং স্পট থেকে মেহজাবিন বলেন, ‘খুব ভালো একটি রোমান্টিক গল্পের উপর টেলিফিল্মটি নির্মিত হচ্ছে। তাছাড়া মাহফুজ ভাইয়া যেমন দাপুটে অভিনেতা তেমনি মেধাবী নির্মাতা। আশা করি করছি ‘কখনো ফিরে এসো না’ টেলিফিল্মটি ঈদের অন্যতম সেরা একটি কাজ হবে।`
মিশু বললেন, ‘আমি কিছুটা অসুস্থ। তারপরও বেশ স্বাচ্ছন্দ্যে টেলিফিল্মের কাজটি করছি । আসলে যে কাজটি করবো সেটার গল্প, নির্মাতা, সহশিল্পীরা যদি বন্ধুসুলভ হন তবে সেরা কাজ উপহার দেয়া যায়। এখানে যারা কাজ করি আমরা সবাই খুব আপন। আমি আশা করি এই টেলিফিল্মটি দর্শকদের খুব ভালো লাগবে।’
এদিকে, অভিনেতা মাহফুজ আহমেদ টেলিফিল্মটি পরিচালনা করলেও তিনি এখানে অভিনয় করছেন না। তিনি জানালেন, আগামী ঈদে ‘কখনো ফিরে এসো না’ টেলিফিল্মটি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ঈদ অনুষ্ঠান মালায় প্রচারিত হবে।
সানবিডি/ঢাকা/আহো