রেকর্ড গড়ায় পুরস্কৃত মাশরাফি
প্রকাশ: ২০১৬-০৫-১৮ ১৯:১৮:৪৫
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শেখ জামালের বিপক্ষে মাত্র ৫০ বলে করা দ্রুততম সেঞ্চুরি ও এক ইনিংসে সবচেয়ে বেশি, ১১টি ছক্কা মারার রেকর্ড গড়েছেন মাশরাফি বিন মর্তুজা। তার এই কীর্তির জন্য পুরস্কৃত হলেন মাশরাফি বিন মর্তুজা।
ঘরোয়া ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির জন্য মাশরাফির হাতে ২৫ হাজার টাকা পুরস্কার তুলে দেয় ক্লাব কর্তৃপক্ষ। গত শুক্রবার নড়াইল এক্সপ্রেস শেখ জামালের বিপক্ষে ৫১ বলে ১০৪ রান করেন।
যা ছিল দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এছাড়া এনামুল হক বিজয়ের ১০ ছক্কাকে ছাড়িয়ে গিয়ে ১১টি ছক্কা মারার রেকর্ড গড়েন তিনি। মাশরাফির সেঞ্চুরিতে শেখজামালকে হারিয়ে লিগে মাত্র দ্বিতীয় জয় তুলে নেয় মাশরাফির দল।
৬ ম্যাচে দুই জয় নিয়ে তালিকায় শেষ দিক থেকে তিন নম্বরে অবস্থান করছে কলাবাগান ক্রীড়া চক্র। সুপার সিক্স খেলতে হলে কলাবাগানকে লিগের বাকি ৫ ম্যাচে অবশ্যই জিততে হবে।
সানবিডি/ঢাকা/এসএস