অধ্যাপক রেজাউল হত্যায় গ্রেফতার রাবি শিক্ষার্থীর মৃত্যু
আপডেট: ২০১৬-০৫-১৯ ২০:০৩:৩৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেফতার মো. হাফিজুর রহমান (২২) মারা গেছেন।
মৃত হাফিজুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি রাজশাহী নগরীর ছোট বনগ্রাম এলাকায়। তিনি নগরীর ১৯ নং ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি ছিলেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক গাজী সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাফিজুর রক্তস্বল্পতায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় গত ১৭ মে বিকাল সাড়ে ৩টার দিকে কারাগার থেকে তাকে রামেক হাসপাতালের ১৭নং ওয়ার্ডের প্রিজন বিভাগে ভর্তি করা হয়।
অধ্যাপক রেজাউল হত্যায় জড়িত সন্দেহে গত ২৩ এপ্রিল রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে হাফিজুরকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
আটকের দুইদিন পর তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। ২৮ এপ্রিল তাকে চার দিনে রিমান্ডে নেয় পুলিশ। তবে রিমান্ড শেষে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।