শিক্ষক লাঞ্ছনার বিচার হবে : আইনমন্ত্রী
প্রকাশ: ২০১৬-০৫-১৯ ১৮:৩০:৪০
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভদ্রকে লাঞ্ছনাসহ দেশব্যাপী যত অন্যায় হয়েছে, তার সবকটির বিচার হবে বলে আশ্বাস দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মবাড়িয়ার আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেডেটে চেকপোস্ট (আইসিপি) এলাকায় নবনির্মিত ‘বেলাজিও ডিউটি ফ্রী শপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘বিচারের একটি প্রক্রিয়া রয়েছে, রাতারাতি বিচার করা সম্ভব নয়। আগে কোনো ঘটনায় মামলা হতে হবে, তারপর তদন্ত সাপেক্ষে বিচার হবে।’
বিএনপির সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, ‘বিএনপির জন্মই হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। বঙ্গবন্ধুকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল, পাক হানাদারদের সহচরদের সরকারে প্রতিষ্ঠা, করেছে তারা। ১৯ বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যাচেষ্টা করেছে তারা। তবে সকল চেষ্টা যখন ব্যর্থ তখন তারা মোসাদের সাথে হাত মিলিয়েছে।’
এদিনমন্ত্রী আখাউড়া পৌরসভার ’নূর আমতুল্লা রিনা হক পৌর পাঠাগার’ এর উদ্বোধন করেন। পাঠাগারটি মন্ত্রীর প্রয়াত স্ত্রীর নামে নামকরণ করা হয়েছে।
গ্যালাক্সি গ্রুপের চেয়ারম্যান চেয়ারম্যান তৌফিক উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ.বি.এম তাজুল ইসলাম এমপি, জাতীয় রাজস্ব রোর্ডের (এনবিআর) সদস্য এম.এম শাহরিয়ার মোল্লাহ, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুশাররফ হোসেন প্রমুখ।
বালাজিও লিমিটেডের প্রধান পরিচালনা কর্মকর্তা এম ফরিদ আহম্মেদ জানান, এ বিপণি কেন্দ্রে কসমেটিকস, ইলেকট্রনিক্স, কনফেকশনারি, ট্রয়লেট্রিজ, চকোলেট, তামাক পণ্য বিক্রয় হবে। পাসপোর্টধারি যাত্রীরা সর্বোচ্চ ৪০০ ডলার পর্যন্ত দামের পণ্য ক্রয় করতে পারবেন।
সানবিডি/ঢাকা/এসএস