বউ ফোনে ব্যস্ত! বিয়ের রাতেই ডিভোর্স

প্রকাশ: ২০১৬-০৫-১৯ ২১:০৬:২২


brideচারপাশে তাকালেই দেখা যায়, সবাই সারাক্ষণ ফোনে ব্যস্ত। হোয়াটসঅ্যাপে খুটখাট, কিংবা ফেসবুকে ‘স্ক্রল’, এসব চলতেই থাকে। কিন্তু সেই ব্যস্ততা একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় যখন বিয়ের রাতেও কথা বলার সময় থাকে না। আর এই কারণেই বিয়ের কয়েক মিনিট বাদেই স্ত্রী’কে ডিভোর্স দিলেন স্বামী।

বাহরিনের মানামার ঘটনা। বিয়ের পর একটি হোটেলে যান ওই দম্পতি। আগে থেকেই দু’জনের জন্য বুক করেছিলেন স্বামী। সেখানে গিয়ে ফোনেই ব্যস্ত ছিলেন তাঁর স্ত্রী। বন্ধুদের সঙ্গে চ্যাট করতে এতই ব্যস্ত ছিলেন যে স্বামী এসে কথা বললেও উত্তর দেওয়ার সময় ছিল না তাঁর। আর তার থেকেই ঘটল বিপত্তি। স্ত্রী’র সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইলেও তাঁকে এড়িয়ে যাওয়া হচ্ছিল। তাঁর অস্তিত্বই ভুলে গিয়ে চ্যাট করছিলেন তাঁর স্ত্রী। আর তাতেই চটে যান তাঁর স্বামী। স্ত্রী’কে জিজ্ঞাসা করেন, কারা বেশি গুরুত্বপূর্ণ? স্ত্রী উত্তর ছিল ‘বন্ধুরা’।

এই নিয়ে কিছুক্ষণ বচসা চলার পরই স্ত্রী’র সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ওই ব্যক্তি। মামলা আদালতে গড়ালেও, স্ত্রী’কে আর কোনও সুযোগ দিতেই রাজি হননি তিনি।

সানবিডি/ঢাকা/আহো