প্রথমবার একসঙ্গে তাহসান-রিচি

প্রকাশ: ২০১৬-০৫-১৯ ২১:৫১:৪৮


tahsanছোট পর্দার দুই প্রিয় মুখ তাহসান ও রিচি সোলাইমান। তারা প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন। আসছে ঈদের একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় এই দুই তারকা।

রিচি ও তাহসানকে নিয়ে ‘সে রাতে বৃষ্টি ছিলো’ নামের নাটকটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। রাজধানীর উওরায় বুধবার (১৮ মে) নাটকটির শুটিং শুরু হয়েছে।

নাটক নির্মাতা জানান, গল্পে রিচির নাম বৃষ্টি ও তাহসানের নাম রাদিদ। ‘সে রাতে বৃষ্টি ছিলো’ নাটকটি ঈদে দেখা যাবে আরটিভির পর্দায়।

শিহাব শাহীন বলেন, ‘রিচি ও তাহসান প্রথমবার একসঙ্গে কাজ করলেও আশা করি পর্দায় এই জুটির প্রেম দর্শকদের ভালোই লাগবে।’

সানবিডি/ঢাকা/আহো