মোবাইল অপারেটরের বিরুদ্ধে মামলার পথ খুঁজছেন ফারুকী

প্রকাশ: ২০১৬-০৫-২২ ১২:২৮:২০


Farookiবায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন নিয়ে তোড়জোড় যেমন কম হলো না, তেমন বিতর্কও কম চলছে না। অনেকেই ফোন বন্ধ হয়ে যাওয়ার ভয়ে সিম রেজিস্ট্রেশন করে ফেললেও, অনেকেই মনের ভয়ে এখনো হাতের ছাপ দেননি। এরই মধ্যে বেরিয়েছে বায়োমেট্রিক ডাটা ফাঁসের খবর। আর ফোনে কল করলেই একই কলার টিউন বাজার সমস্যা তো রয়েছেই। এবার এই বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন নিয়েই ফেসবুকে পোস্ট দিলেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।

এক ফেসবুক পোস্টে তিনি লেখেন,  সবাই দোয়া করবেন। আর মাত্র দুই বার “একত্রিশে মে’র পর আপনার নম্বরটি….” শুনলে আমি মানসিক ভারসাম্য হারাবো। সকাল থেকে চলছে প্রতি কলেই এই একঘেয়ে বাণী। ফোন কানে থাকলেও শুনি, না থাকলেও শুনি। বন্ধ করবি কর। মানা করছে কেডা? কিন্ত হোয়াই এই কর্কশ স্বরে অত্যাচার?

Faruky

বিরক্তির চূড়ান্ত পর্যায়ে গিয়ে তিনি লিখেন, এই মানসিক অত্যাচারের জন্য অপারেটরের বিরুদ্ধে মামলা করা যায়? আছেন কোনো সহৃদয় আইনজীবী? সূত্র: মোস্তফা সরোয়ার ফারুকী

সানবিডি/ঢাকা/এসএস