শরীরি সংস্কার ভেঙে ১১ নারীর নগ্ন অভিনয় শেক্সপিয়রের নাটকে
প্রকাশ: ২০১৬-০৫-২২ ১৬:৩৪:৪২
শেক্সপিয়রের নাটক নিয়ে পরীক্ষা নিরীক্ষা নতুন নয়। নানান পরিচালকের হাত ধরে নানান সময়ে নানান এক্সপেরিমেন্টের সাক্ষী থেকেছেন নাট্য প্রাঙ্গন বা মঞ্চ। এ বার নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে সম্পূর্ণ নগ্ন হয়ে ১১ জন অভিনেত্রী অভিনয় করলেন শেক্সপিয়রের ‘দ্য টেমপেস্ট’ নাটকে।
শরীর সম্পর্কে সবরকমের সংস্কার থেকে বেরনোর ডাক ছিল এই কাজে। এই ভাবনার সঙ্গে শেক্সপিয়রের যোগসূত্র স্থাপনের অভিনব প্রয়াস দেখা গিয়েছে এই নাটকের অভিনয়ে। খোলা আকাশের নীচে অভিনয় হয়েছে এ নাটকের। মোট ১১ জন অভিনেত্রী নগ্ন হয়ে অভিনয় করেছেন।
কিন্তু কেন শেক্সপিয়রের নাটকের অভিনয়ে নগ্নতা বেছে নেওয়া হল? পরিচালক অ্যালিস মোতোলা ও পিত্র স্ট্রেট জানিয়েছেন, শরীর ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠাই এই কাজের একমাত্র উদ্দেশ্য। আর নগ্ন হয়ে এমন প্রকাশ্যে অভিনয় করতে পেশাদার অভিনেত্রীদেরও কোনও অসুবিধা হয়নি। তাই তাঁদের উদ্দেশ্য সফল। সূত্র: আনন্দবাজার পত্রিকা
সানবিডি/ঢাকা/এসএস