নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

প্রকাশ: ২০১৬-০৫-২২ ১৮:৩২:৩৯


Nourthnনর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর গ্রীস্মকালীন সেমিস্টার-২০১৬ ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। রোববার (২২ মে, ২০১৬) এনইউবি স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

নর্দান ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল করীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশানের সাবেক চেয়ারম্যান, এফএম ইয়ান ডাইং লিমিটেড এবং শাবাব ফেব্রিক্স লিমিটেড এর এক্সিকিউটিভ ডিরেক্টর ইঞ্জি.মহিউদ্দিন আহমেদ সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এ ডব্লিউ এম আবদুল হক, ট্রেজারার মোঃ আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার লে. কর্ণেল (অব.) একতেদার আহমেদ সিদ্দিকী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে নবীন ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়।

সানবিডি/ঢাকা/এসএস